শুধুমাত্র সংসদ ভবনের ভিতরেই নয়৷ সংসদ ভবনের বাইরেও পরিবহণ ভবনের সামনে কাঁদানে গ্যাসের হলুদ ধোঁয়া উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক মহিলা ও আরেকজন ব্যক্তি৷ তাঁদেরও গ্রেফতার করা হয়েছে৷
এমন দৃশ্য বোধহয় সাম্প্রতিক অতীতে দেখেনি ভারত৷ খোদ সংসদের অন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় গাফিলতি! পশ্চিমবঙ্গের সাংসদ খগেন মূর্মূ সেই সময় বক্তৃতা দিচ্ছেন৷ হঠাৎ করেই ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি৷ আর তারপরেই গোটা সংসদ চত্বর ভরে গেল হলুদ ধোঁয়ায়৷ কয়েক সেকেন্ডের মধ্যেই হুলস্থূল কাণ্ড৷ যদিও গোটা বিষয়টির পিছনে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ নেই বলেই জানিয়েছে প্রশাসন৷ তবে দেশের সংসদ ভবনের ভিতরের নিরাপত্তা ব্যবস্থায় কী ভাবে এত বড় সড় গাফিলতি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে৷
টিভি ফুটেছে দেখা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই দর্শকাসন থেকে ঝাঁপিয়ে পড়লেন সাংসদদের বসার জায়গার কাছে৷ তারপরে টপকে গেলেন একের পর এক বেঞ্চ৷ আরেক জন দর্শক আসন থেকেই হলুদ ধোঁয়া ছড়াতে শুরু করলেন সংসদ ভবনের ভিতরে৷
জানা গিয়েছে, বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই দুই ব্যক্তি৷ যে ব্যক্তি সাংসদদের বসার জায়গার উপরে লাফিয়েছিলেন, তাঁর জুতো থেকে কাঁদানে গ্যাসের একাধিক ক্যানিস্টার পাওয়া গিয়েছে৷