World Homeopathy Day 2023: প্রতি বছর ১০ এপ্রিল পালিত হয় বিশ্ব হোমিয়োপ্যাথি দিবস। এই চিকিৎসা পদ্ধতির অন্তর্গত সবচেয়ে পরিচিত ১০টি ওষুধ কী কী? আপনিও কি এগুলি বাড়িতে রাখতে পারেন?
হোমিয়োপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে প্রতি বছর ১০ এপ্রিল বিশ্ব হোমিয়োপ্যাথি দিবস পালন করা হয়। এখনও অনেকের বাড়িতেই হোমিয়োপ্যাথির চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে কোন ১০টি ওষুধ সবচেয়ে জনপ্রিয়? জেনে নিন সেই ১০টি ওষুধের নাম এবং সেগুলি কী কী কাজে লাগে।
আরনিকা (Arnica): সাধারণ ব্যথা কমাতে এটি ব্যবহার করা হয়। সাধারণত লিকুইড বা বড়ির আকারে এটি খাওয়া হয়। এটি হোমিয়োপ্যাথির সবচেয়ে পরিচিত ওষুধ। এক সময়ে ঘরে ঘরে এই ওষুধটি থাকত।
আরনিকা টপিক্যাল (Arnica Topical): একই ধরনের কাজে এই ওষুধটিও ব্যবহার করা হয়। কিন্তু আগের ওষুধটি খাওয়ার। আর এটি সাধারণত ক্রিম আকারে ব্যবহার করা হয় চোটআঘাতের জায়গায়। এটিও ব্যথা কমাতেই সাহায্য করে।
নাক্স ভোমিকা (Nux Vomica): পেটের গণ্জগোলের অতি পরিচিত ওষুধ। এটি অবসাদ, খিদে কমে যাওয়ার মতো সমস্যাও সামলাতে কাজে লাগে। এছাড়াও মদ্যপানের অভ্যাস কমাতেও এটি ব্যবহার করা হয়। এটিও এক সময়ে অনেকেই বাড়িতে রাখতেন।
অ্যাকোনাইট (Aconite): জয়েন্টের ব্যথা, ঠান্ডা লাগার মতো সমস্যা কমাতে এটি কাজে লাগে। এছাড়াও ক্ষত তাড়াতাড়ি শুকোতেও এটি দেন হোমিয়োপ্যাথির চিকিৎসকরা।
ক্যামোমিলা (Chamomilla): অনেক বাবা-মা শিশুদের জন্য এই ওষুধটি ব্যবহার করেন। ক্যামোমাইল চা থেকে এটি বানানো হয়। ভালো ঘুমের জন্য এটি দারুণ ভাবে কাজ করে। এটির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, সম্পূর্ণ প্রাকৃতিক বলেও মনে করা হয়।
রাস টক্স (Rhus tox): আরও একটি অতি পরিচিত ওষুধ। বাতের ব্যথা, সাইটিকার ব্যথা, ফ্লু, পেশির ব্যথায় অনেকেই এই ওষুধটি খান। অতিরিক্ত পরিশ্রমের কারণে গায়ে হাতে পায়ে ব্যথা হলেও এই ওষুধটি দেন চিকিৎসকরা।
ম্যাগনেসিয়া ফসফোরিক (Magnesia phosphoric): এক সময়ে মহিলাদের মধ্যেও খুব পরিচিত ওষুধ ছিল এটি। মূলত ঋতুকালীন সমস্যা, পেটের ব্যথার ওষুধ হিসাবে মহিলাদের এই ওষুধটি খেতে দিতেন চিকিৎসকরা।
ক্যালি ফস (Kali Phos): স্নায়ুর ব্যথা, পেশির ব্যথা তেকে ঘুম না আসা— নানা কাজের জন্য এই ওষুধটি খাওয়ার রেওয়াজ রয়েছে। অনেকে কোমরের ব্যথায় ভুগলেও চিকিৎসরা এটি খেতে দেন।
হাইপেরিকাম (Hypericum): এটিও খুব জনপ্রিয় একটি হোমিোয়প্যাথি ওষুধ। স্নায়ুর ব্যথা কমাতেই এটি ব্যবহার করা হয়। তবে আঙুল, পায়ের পাতার মতো জায়গার নার্ভের ব্যথার জন্যই এটি মূলত দেন হোমিয়োপ্যাথি চিকিৎসকরা।
ক্যানথারিস (Cantharis): এক সময়ে সকলের বাড়িতে রান্নাঘরে এই ওষুধ থাকত। এটি ক্রিম আকারে বিক্রি হত। ছোটখাটো পুড়ে যাওয়া, ছ্যাঁকা লাগা বা ফোসকার ওষুধ হিসাবেই এটি পরিচিত।