কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের গড়া রামলালার মূর্তি ঠাঁই পেতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। তাঁর তৈরি ৫১ ইঞ্চির শিশু বয়সের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে আগামী ২২ জানুয়ারি। এই ভাস্কর্য শিল্পীর ঝুলিতে আর কী কী কীর্তি রয়েছে? কোন কোন রাজ্যে রয়েছে কর্নাটকের এই শিল্পীর তৈরি মূর্তি? জেনে নিন তাঁর বিস্তারিত পরিচয়।
অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে ঠাঁই হবে তাঁর হাতে তৈরি রামলালার মূর্তিটি। তিনটি মূর্তির মধ্যে ভোটিংয়ের মাধ্যমে বিজয়ী হয়েছে কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের শিল্পকর্ম। জনপ্রিয় এই শিল্পীর পরিচয় জানেন? রামলালার মূর্তি ছাড়া আর কী কী কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে?
অরুণ যোগীরাজের গড়ে তোলা ৫১ ইঞ্চির রামলালার মূর্তি দেখে মোহিত হয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। প্রথমবার দেখাতেই মূর্তিটি পছন্দ করে ফেলেন অধিকাংশ সদস্য। এরপর ভোট প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয় সেটি। দক্ষিণী এই ভাস্কর্য শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এর আগেও বাহবা পেয়েছেন এই শিল্পী। কেন জানেন?
কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তির ছবিটি প্রকাশ্যে এনেছেন। তিনি এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, 'যেখানে রাম, সেখানেই হনুমান। অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তি নির্বাচন চূড়ান্ত হয়েছে। আমাদের দেশের বিখ্যাত ভাস্কর, আমাদের গর্ব শ্রী অরুণ যোগীরাজের খোদাই করা ভগবান রামের মূর্তিটি অযোধ্যায় স্থাপন করা হবে। এটি রাম হনুমানের অবিচ্ছেদ্য সম্পর্কের আরও একটি উদাহরণ। কর্নাটক তো হনুমানেরই দেশ।'
কে এই অরুণ যোগীরাজ?
অরুণ যোগীরাজ কর্নাটকের মাইসোরের বাসিন্দা। তিনি বিখ্যাত ভাস্করদের পরিবারের সন্তান। তাঁর পাঁচ প্রজন্ম মূর্তি খোদাইয়ের কাজ করেন। অরুণ দেশের অন্যতম জনপ্রিয় ভাস্কর। দেশের বিভিন্ন রাজ্যে অরুণের খোদাই করা মূর্তি রয়েছে। অরুণের প্রতিভার প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অরুণের বাবা যোগীরাজও একজন চমৎকার ভাস্কর। তাঁর পিতামহ বাসভন্ন শিল্পী মহীশূরের রাজার সুরক্ষার দায়িত্বে ছিলেন। অরুণ যোগীরাজও ছোটবেলা থেকেই ভাস্কর্যের কাজের সঙ্গে যুক্ত। এমবিএ শেষ করে কিছুদিন একটি বেসরকারি কোম্পানিতে চাকরিও করেন। তবে বেশিদিন নিজের মধ্যে থাকা শিল্পীসত্ত্বাকে চাপা দিয়ে রাখতে পারেননি। ২০০৮ সালে তাঁর ভাস্কর্য শিল্পী হিসেবে পথ চলা শুরু।
কর্নাটকের এই ভাস্কর্য শিল্পী নয়াদিল্লির কর্তব্যপথে ইন্ডিয়া গেটের পিছন দিকে স্থাপিত ৩০ ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করেছেন। এ ছাড়া নিজের হাতে খোদাই করে দুই ফুটের একটি নেতাজি মূর্তি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে। ভাস্কর অরুণ যোগীরাজ কেদারনাথে তৈরি করেছেন আদি শঙ্করাচার্যের ১২ ফুটের একটি মূর্তি এবং মইসোরে হনুমানের ২১ ফুটের মূর্তিও তিনিই নির্মাণ করেছেন।'
Comments