top of page

সাতটি কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিলেন দুই বিশেষজ্ঞ, জানুন বিস্তারিত

আপনি কি স্টক মার্কেটে বিনিয়োগের পরিকল্পনায় রয়েছেন? এদিন কয়েকটি স্টক কেনার বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ । দেখে নিন তাঁরা কী জানিয়েছেন।


বাজারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। নিফটি ফিউচার বন্ধের সময় 0.72 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। India VIX-ও 4.38 শতাংশ বেড়ে হয় 10.73। সম্প্রতি নতুন সিরিজের শুরু হয়েছে। অপশনের তথ্যগুলি বিভিন্ন স্ট্রাইকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাপ্তাহিক অপশনের ফ্রন্টে সর্বোচ্চ কল ওআই রয়েছে 22900। এদিকে সর্বোচ্চ পুট ওআই রয়েছে 22500। এর পরবর্তী স্ট্রাইক রয়েছে 22400। মাইনর কল রাইটিং রয়েছে 22600। এর পরবর্তীতে রয়েছে 22800 -এর স্ট্রাইক। পুট রাইটিং রয়েছে 22500। এর পরবর্তী স্ট্রাইক রয়েছে 22400।

জানা গিয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা বৃহস্পতিবার 2823.33 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এদিকে দেশের বিনিয়োগকারীরা ওইদিন 6167.56 কোটি টাকার শেয়ার কিনেছেন। FII-দের ইন্ডেক্স ফিউচারের জন্য লং শর্টের রেশিও রয়েছে 38.9 শতাংশ।



আজ কোন কোন স্টক কিনবেন?

Container Corporation of India

এই কোম্পানির শেয়ারে 'Buy' রেটিং রেখেছেন কোটাক সিকিউরিটিজের ইকুইটি রিসার্চ (রিটেল) বিভাগের প্রধান শ্রীকান্ত চৌহান। তিনি স্টকটির দামের লক্ষ্যমাত্রা 1040 টাকা রেখেছেন। কোম্পানিটির শেয়ারের স্টপলস রাখা হয়েছে 985 টাকা। আজ দুপুরে NSE-তে এই কোম্পানির শেয়ারের দাম 6.11 শতাংশ বেড়ে পৌঁছয় 1066.10 টাকায়।



BHEL

এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ারে 'Buy' রেটিং দিয়েছেন শ্রীকান্ত চৌহান। সংস্থাটির শেয়ারের টার্গেট প্রাইস রয়েছে 280 টাকা। স্টপলস 266 টাকা রাখা হয়েছে। এদিন দুপুরে শেয়ারটির দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ছিল 279.60 টাকা।



REC

এই সংস্থার শেয়ারে 'Buy' রেটিং রেখেছেন শ্রীকান্ত চৌহান। কোম্পানিটির শেয়ারের দামের লক্ষ্যমাত্রা 465 টাকা রাখা হয়েছে। সংস্থাটির শেয়ারে স্টপলস রাখা হয়েছে 444 টাকা। এদিন দুপুরে এই সংস্থার শেয়ারের মূল্য NSE-তে ছিল 460.60 টাকা।



Trent

কোম্পানিটির শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন শ্রীকান্ত চৌহান। তিনি এই কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস রেখেছেন 4450 টাকা। স্টপলস 4250 টাকা নির্ধারণ করেছেন তিনি। এদিন শেয়ারটির দাম NSE-তে ছিল 4340.55 টাকা।



ICICI Bank

এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ার কেনার সুপারিশ করেছেন নুরেশ মেরানি। তিনি শেয়ারটির টার্গেট প্রাইস 1250 টাকা রেখেছেন। স্টপলস 1070 টাকা রাখা হয়েছে। আজ দুপুরে NSE-তে শেয়ারটির দাম ছিল 1110.05 টাকা।



JSW Steel

এই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন নুরেশ মেরানি। তিনি স্টকটির টার্গেট প্রাইস 1000 টাকা রেখেছেন। স্টপলস রয়েছে 875 টাকা।



PNB

এই ব্যাঙ্কের শেয়ারেও 'Buy' রেটিং রেখেছেন নুরেশ মেরানি। তিনি টার্গেট প্রাইস 150 টাকা রেখেছেন। স্টপলস রাখা হয়েছে 132 টাকা।

Comentários


bottom of page