top of page
Writer's picturewww.sindhuk.com

কেন্দ্র সরকারের বড় উপহার! সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ এই সব প্রকল্পে বাড়ল সুদ

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষই চান তাদের সঞ্চিত অর্থের ওপর যেন বেশি সুদ পাওয়া যায়। সাধারণ মানুষদের সেই স্বপ্নপূরণে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হল। সিদ্ধান্ত অনুযায়ী বছরের শেষেই সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) সহ একাধিক স্বল্প মেয়াদি সঞ্চয়ের (Small Savings Scheme) উপর সুদের হার (Interest Rate) বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন সঞ্চয়ের উপর সুদের পরিমাণ বৃদ্ধি করা হলো এবং কতটা বৃদ্ধি করা হলো।


নতুন সুদের হার কার্যকর হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী এইসব স্কিম ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ২০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তিন বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর কত সুদ দাঁড়াবে চলুন দেখে নিন।



শুক্রবার কেন্দ্র সরকারের তরফ থেকে সুদ বৃদ্ধির বিষয়ে যে ঘোষণা করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ প্রথম ত্রৈমাসিকে যারা বিনিয়োগ করবেন তারা তাদের বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত এই সুদ পাবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সঞ্চয়ের উপর আগে ৮% বার্ষিক সুদ দেওয়া হত। এবার সুদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে দাঁড়াচ্ছে ৮.২% বার্ষিক সুদ।


অন্যদিকে তিন বছরের জন্য টার্ম ডিপোজিটে আগে সুদ পাওয়া যেত বার্ষিক ৭%। এই স্কিমের উপর ১০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করার কারণে সুদের পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে ৭.১%। সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং টার্ম ডিপোজিটে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য সুখবর থাকলেও অবশ্য অন্যান্য একাধিক স্কিমের ক্ষেত্রে সরকার কোনো রকম সুখবর দেয় নি।


সরকারের তরফ থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, সেভিংস ডিপোজিটের সুদের হারে কোন পরিবর্তন আনা হয়নি। এছাড়াও কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো স্কিমের ক্ষেত্রেও সুদের ক্ষেত্রে কোন পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ আগের মতোই পিপিএফ-এ ৭%, সেভিংস ডিপোজিটে ৪%, কিষান বিকাশ পত্রে ৭.৫% এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ৭.৭% সুদ পাওয়া যাবে।

Recent Posts

See All

ETF Investing for Beginners

ETF কি? (What is ETF?) ETF-এর সংজ্ঞা ETF এর ইতিহাস ও উৎপত্তি শেয়ারের সাথে ETF এর পার্থক্য ETF কিভাবে কাজ করে ETF এর ধরন (Types of ETFs)...

bottom of page