বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি করতে পারে চারটি শক্তির বিভাগের কোম্পানি। সম্প্রতি বিশ্লেষকরা এই স্টকগুলি বেছে নিয়েছেন। কোন স্টকে সবচেয়ে বেশি বৃদ্ধির সম্ভাবনা, দেখে নিন বিস্তারিত।
আজ শেয়ার বাজার ফিরেছে গ্রিনজোনে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শক্তির বিভাগের স্টকগুলিতে আগামী দিনে লম্বা বৃদ্ধি দেখা যেতে পারে। কয়েকটি কোম্পানির স্টক সম্প্রতি তাঁরা বেছে নিয়েছেন। সেগুলি নিম্নে উল্লেখ করা হল:
Oil and Natural Gas Corporation
এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকে 'Buy' রেটিং রেখেছেন 26 জন বিশ্লেষক। কোম্পানিটির শেয়ারের দাম 37.9 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার দুপুর 2:35 নাগাদ এই কোম্পানির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 0.61 শতাংশ হ্রাস পেয়ে হয় 281.20 টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 355833 কোটি টাকা। এই কোম্পানির 52 সপ্তাহের সর্বোচ্চ মূল্য রয়েছে 292.55 টাকা। সংস্থার 52 সপ্তাহের সর্বনিম্ন দর রয়েছে 150.05 টাকা। কোম্পানির শেয়ারের ফেসভ্যালু রয়েছে 5 টাকা। গত এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 71.20 শতাংশ। তিন এবং পাঁচ বছরের নিরিখে এই কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 160.01 ও 66.49 শতাংশ।
Coal India
এই কয়লা উৎপাদনকারী সংস্থার শেয়ারে 'Buy' রেটিং রেখেছেন বিশ্লেষকদের একাংশ। 24 জন বিশেষজ্ঞ শেয়ারটির দাম 23.5 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সংস্থাটির শেয়ারের দাম 0.47 শতাংশ বেড়ে হয়েছে 456.40 টাকা। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে 279973 কোটি টাকা। কোম্পানির শেয়ারের ফেসভ্যালু রয়েছে 10 টাকা। এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 93.24 শতাংশ। তিন এবং পাঁচ বছরের নিরিখে শেয়ারটিতে মিলেছে যথাক্রমে 242.92 ও 80.80 শতাংশ রিটার্ন।
Indian Oil Corporation
সংস্থার শেয়ারে 'Hold' রেটিং রেখেছেন 29 জন বিশ্লেষক। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় 52.8 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আজ, বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের মূল্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 2.46 শতাংশ বেড়ে হয়েছে 173 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 238578 কোটি টাকা। গত এক বছরের নিরিখে সংস্থাটির শেয়ারের দাম 110.47 শতাংশ বেড়েছে। তিন এবং পাঁচ বছরের নিরিখে শেয়ারটিতে রিটার্নের পরিমাণ ছিল যথাক্রমে 185.47 ও 64.04 শতাংশ।
Bharat Petroleum Corporation
কোম্পানিটির শেয়ারে 'Hold' রেটিং দিয়েছেন 29 জন বিশ্লেষক। শেয়ারটির দাম 46.5 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আজ NSE-তে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 4.44 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 634.35 টাকা। বারো মাসের হিসাবে এই সংস্থার শেয়ারে মিলেছে 75.70 শতাংশ রিটার্ন। তিন বছরের নিরিখে রিটার্নের পরিমাণ ছিল 50.41 শতাংশ।
Comments