top of page

এই ছ'টি কোম্পানির শেয়ার বৃহস্পতিবার কেনার পরামর্শ তিন বিশেষজ্ঞের, বিস্তারিত জানুন

আজ কি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে? কয়েকটি স্টকে বিনিয়োগের সুপারিশ করেছেন তিন বিশেষজ্ঞ কুণাল শাহ, দ্রুমিল ভিঠলানি এবং নাগরাজ শেট্টি। তাঁরা স্টকগুলির টার্গেট প্রাইস কত রেখেছেন? জেনে নিন।

টানা তিন সেশনে শেয়ার বাজারে ধস নেমেছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আইটি স্টকগুলিতে চাপ রয়েছে। এর জেরে গত মঙ্গলবার শেয়ার বাজারের দুই সূচক সেনসেক্স এবং নিফটি নিম্নগামী হয়েছিল। আজ কয়েকটি সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকদের একাংশ। সেগুলি নিম্নে উল্লেখ করা হল:


Saregama India Ltd

এই কোম্পানির শেয়ার কেনার সুপারিশ করেছেন LKP Securities -এর সিনিয়র টেকনিক্যাল অ্যান্ড ডেরিভেটিভ অ্যানালিস্ট কুণাল শাহ। তিনি স্টকটি 400 থেকে 415 টাকার মধ্যে কেনার পরামর্শ দিয়েছেন। এই কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস রেখেছেন 460 থেকে 500 টাকা। কোম্পানিটির শেয়ারে স্টপলস রাখা হয়েছে 370 টাকা। গত মঙ্গলবার বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 6.29 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 413.40 টাকা।



Samvardhana Motherson International

সংস্থাটির শেয়ার 124 টাকায় কেনার পরামর্শ দিয়েছেন কুণাল শাহ। তিনি এই কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস রেখেছেন 130 থেকে 140 টাকা। সংস্থাটির শেয়ারের স্টপলস রাখা হয়েছে 118 টাকা। মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির স্টকের দর প্রায় 2.86 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 124.25 টাকায়।



Radico Khaitan

এই কোম্পানির শেয়ারও ক্রয়ের পরামর্শ দিয়েছেন কুণাল শাহ। তিনি স্টকটি 1750 টাকার কেনার সুপারিশ করেছেন। কোম্পানিটির শেয়ারে টার্গেট প্রাইস 1850 থেকে 1960 টাকা রাখা হয়েছে। স্টপলস রয়েছে 1670 টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 1.85 শতাংশ বেড়ে মঙ্গলবার হয় 1756.25 টাকা।



PTC India

এই সংস্থার শেয়ার কেনার সুপারিশ করেছেন Bonanza Portfolio -এর টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট দ্রুমিল ভিঠলানি। স্টকটি 210 টাকায় কেনার পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানিটির শেয়ারের টার্গেট প্রাইস রয়েছে 218 টাকা। স্টপলস রাখা হয়েছে 205 টাকা। মঙ্গলবার NSE-তে শেয়ারটির দাম 3.90 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 209.60 টাকা।



Bharat Dynamics

এই কোম্পানির শেয়ার ক্রয়ের পরামর্শ দিয়েছেন দ্রুমিল ভিঠলানি। তিনি শেয়ারটি 1847 টাকায় কেনার সুপারিশ করেছেন। শেয়ারটির টার্গেট প্রাইস রাখা হয়েছে 1890 টাকা। স্টপলস রয়েছে 1825 টাকা।



IDFC First Bank

এই ব্যাঙ্কের শেয়ার 80 থেকে 83 টাকার মধ্যে কেনার সুপারিশ করেছেন এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট নাগরাজ শেট্টি। শেয়ারটির টার্গেট প্রাইস রয়েছে 90 টাকা। স্টপলস 77 টাকা রাখা হয়েছে।

Comments


bottom of page