আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা নামতে চলেছে ১৪ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা নামবে ১০ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে আগামী আরও পাঁচদিন শীতের এই স্পেল চলবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে সমতলে আজ এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ‘কোল্ড-ডে’- র সম্ভাবনা প্রবল বলে জানাল হাওয়া অফিস।
আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকবে। ঝাড়গ্রামে আজ ১১ ডিগ্রি। পশ্চিম বর্ধমানের আসানসোলে ১২.৭ ডিগ্রি থাকবে। বীরভূমে তাপমাত্রা নামবে ১১.৪ ডিগ্রিতে ।
Comentários